ফুটবলের পরিকাঠামো আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর ত্রিপুরা সরকার : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ফুটবল শুধু খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত মানসিকতা ও কর্মনিষ্ঠার শিক্ষা দেয়—এ কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, ত্রিপুরা সরকার ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নের পাশাপাশি ফুটবলের পরিকাঠামো শক্তিশাল
টিএফএ-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ফুটবল শুধু খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত মানসিকতা ও কর্মনিষ্ঠার শিক্ষা দেয়—এ কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, ত্রিপুরা সরকার ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নের পাশাপাশি ফুটবলের পরিকাঠামো শক্তিশালী করতে ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে।

মঙ্গলবার আগরতলায় একটি হোটেলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের (টি.এফ.এ.) নতুন লাইফটাইম মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন মোট ৮০ জন নতুন লাইফটাইম মেম্বারের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার ক্রীড়া জগত এখন জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। ফুটবলের উন্নয়নে সিন্থেটিক টার্ফ নির্মাণ, দিবা-রাত্রি ম্যাচ আয়োজনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জনজাতি সম্প্রদায়ের ছেলে-মেয়েদের মধ্যেও খেলাধুলার আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি নিয়মিত অনুশীলন, পরিশ্রম ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, প্রতিভা অন্বেষণ প্রকল্পসহ সরকারি নানা উদ্যোগও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায় জানান, ত্রিপুরায় ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে ১৩টি সিন্থেটিক টার্ফ রয়েছে এবং আরও ১৫টি ঘাসের মাঠ তৈরির কাজ চলছে। কোচিং, ইনসুরেন্স ও উন্নত অবকাঠামো সৃষ্টির ফলে রাজ্যের ছেলে-মেয়েরা জাতীয় স্তরে সাফল্য অর্জন করছে বলেও তিনি জানান।

এদিন অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন টি.এফ.এ.-এর সভাপতি প্রণব সরকার এবং উপস্থিত ছিলেন পেট্রন রতন সাহা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande