
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : শ্রম কোড বাতিলের দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস ভবনের সামনে থেকে সংগঠনের কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি শ্রম দফতরের কার্যালয়ের সামনে পৌঁছায় এবং সেখানেই দফতরের এক আধিকারিকের হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৯ দফা দাবি-সম্বলিত ডেপুটেশন তুলে দেয় তাঁরা।
ডেপুটেশন কর্মসূচি শেষে সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল জানান, কেন্দ্রীয় সরকার মোট ২৯টি বিদ্যমান শ্রম আইন বাতিল করে নতুন করে চারটি শ্রম কোড প্রণয়ন করেছে। এই নতুন শ্রম কোড অসংগঠিত শ্রমিকদের জন্য অত্যন্ত ক্ষতিকর বলেই দাবি তাঁর। এর ফলে বিপুল সংখ্যক শ্রমিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও মত প্রকাশ করেন তিনি।
শান্তনু পাল আরও জানান, অসংগঠিত শ্রমিকদের স্বার্থ সুরক্ষার জন্য অবিলম্বে এই নতুন শ্রম কোড প্রত্যাহার করতে হবে। সেই দাবিতেই এদিন শ্রম দফতরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে ডেপুটেশন প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ