ত্রিপুরায় হোমিও ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে তুলতে কেন্দ্রীয় বরাদ্দ ১৪০ কোটি
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় প্রথমবারের মতো হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিল রাজ্য সরকার। আগরতলায় হোমিওপ্যাথিক এবং গোমতী জেলায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে তুলতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক মোট ১৪০ কোটি টাকা বরাদ্দ
পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী


আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় প্রথমবারের মতো হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিল রাজ্য সরকার। আগরতলায় হোমিওপ্যাথিক এবং গোমতী জেলায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে তুলতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক মোট ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার সচিবালয়ের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায়ের বৈঠক।

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলেজ নির্মাণের আগে বহিঃরাজ্যের মান্যতা প্রাপ্ত হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে। সেই অভিজ্ঞতাকেই ত্রিপুরার দুই নতুন মেডিক্যাল কলেজে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি, সময়সীমা নির্ধারণ করে দ্রুত নির্মাণকাজ শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের যেসব ছাত্রছাত্রী বর্তমানে বহিঃরাজ্যে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ পড়ছেন, তাঁদের প্লেসমেন্ট সংক্রান্ত তথ্যও মুখ্যমন্ত্রী খোঁজ নেন। তিনি বলেন, “একসময় রাজ্যে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদের প্রতি মানুষের প্রবল আস্থা ছিল। সেই বিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে হবে।”

বৈঠকে স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্যে ও ন্যাশনাল আয়ুষ মিশনের সদস্য সচিব সাজু বাহিদ এ. দুটি ৬০ আসনবিশিষ্ট কলেজের স্থান, পাঠক্রম, বিভাগসমূহসহ প্রস্তাবিত পরিকল্পনার ওপর বিস্তারিত উপস্থাপনা করেন। পূর্ত দফতরের মুখ্য বাস্তুকার সঞ্জয় কুমার দাস কলেজ দুটির পরিকাঠামোগত নকশা ও নির্মাণ পরিকল্পনা তুলে ধরেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দফতরের সচিব অপূর্ব রায়, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডাঃ অঞ্জন কুমার দাস, স্বাস্থ্য দফতরের যুগ্ম অধিকর্তা ডাঃ অশোক দেওয়ান সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande