
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার সচিবালয়ে নগরোন্নয়ন দফতরের সচিব তথা আগরতলা স্মার্টসিটি লিমিটেডের চেয়ারম্যান অভিষেক সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আগরতলা স্মার্টসিটি লিমিটেডের অধীন রাস্তাঘাট নির্মাণের যেসমস্ত কাজ হচ্ছে সেগুলি পর্যালোচনা করা হয়।
বৈঠকে নগরোন্নয়ন, বিদ্যুৎ, পূর্ত (পানীয় জল ও স্বাস্থ্য বিধান) ইত্যাদি বিভিন্ন দফতরের এবং জল বোর্ড ও বিভিন্ন ঠিকাদার সহ নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে কোন কোন জায়গায় চলাচলের জন্য জনগণের যেসমস্ত অসুবিধা হচ্ছে তা খতিয়ে দেখা হয় এবং এই বিষয়ে কিছু নির্দেশাবলী জারি করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে কোন এলোমেলো খনন কাজের অনুমতি দেওয়া হবেনা। যেকোন খনন কাজ ৫০-৬০ মিটার স্ট্রেচের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। চলমান কোনও স্ট্রেচের কাজ সম্পূর্ণ সমাপ্তির পরেই অন্য কোথাও নতুন খনন কাজ শুরু করা যাবে। কোনও নতুন স্টেচে কাজ শুরু করার কমপক্ষে দুইদিন আগে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে।
তাছাড়া কোনও খনন কাজ শুরু করার আগে ট্রাফিক বিভাগকে অবহিত করতে হবে এবং তাদের লিখিত অনুমোদন নিতে হবে। এরপর বিকল্প পথ নির্দেশ করে সর্বসাধারণের জন্য একটি বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশ করতে হবে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, সড়ক পথ পরিবর্তন এবং জনসচেতনতা কার্যক্রম বাস্তবায়ণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি কর্মস্থলে উপযুক্ত সাইনবোর্ড স্থাপন করা।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগরতলা পুর নিগম এর পুর কমিশনারের পর্যায়ে একটি সাপ্তাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে, যাতে নিশ্চিত করা যায় সমস্ত কাজ নির্দেশনা অনুসারে পরিচালিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ