
কমলপুর (ত্রিপুরা), ২ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় জনতা ওবিসি মোর্চা ধলাই জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে “আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার” শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল এবং ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ। এছাড়াও ধলাই জেলা ওবিসি মোর্চার সভাপতি গোপাল সূত্রধরসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
বক্তারা আত্মনির্ভর ভারত গঠনে স্থানীয় উৎপাদন, স্বদেশী শিল্পকে এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক স্বনির্ভরতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগকে সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ