
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ, শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি আগ্রা ও অযোধ্যায়। একইসঙ্গে ঘন কুয়াশার দাপট বাড়ছে। তীব্র ঠান্ডায় কাঁপছে অযোধ্যা, তাপমাত্রা কমে গেছে অনেকটাই। তা সত্ত্বেও, শনিবার সকালে শ্রী রাম জন্মভূমি মন্দিরে ভগবান রাম লালার দর্শনের জন্য প্রচুর ভক্তরা ভিড় করেন।
মোরাদাবাদ শহরও কনকনে ঠান্ডায় কাঁপছে, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তাজনগরী আগ্রাও কাঁপছে ব্যাপক ঠান্ডায়। এদিন সকালে আগ্রা শহর ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে নিস্তার পেতে উত্তর প্রদেশের বিভিন্ন শহরে এদিন সকালে মানুষজনকে আগুনের তাপ নিতে দেখা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ