
মুম্বই, ২১ ডিসেম্বর(হি.স.) : রকিং স্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’–এ অভিনেত্রী কিয়ারা আদবাণীর চরিত্র ‘নাদিয়া’-র প্রথম ঝলক রবিবার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশের পরই ছবিটি ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্যে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।
এদিন প্রকাশিত পোস্টারে কিয়ারা আদবাণীকে এক সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী রূপে দেখা যাচ্ছে। চলচ্চিত্রে ‘নাদিয়া’ চরিত্রটি কিয়ারা আদবাণীর অভিনয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।
কিয়ারা আদবাণীর অভিনয়ের প্রশংসা করে চলচ্চিত্র পরিচালক গীথু মোহনদাস জানিয়েছেন, এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের উপর দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এবং অভিনেত্রী হিসেবে তাঁর পরিচিতিকে নতুন মাত্রা দেবে।
উল্লেখ্য, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর পর প্রায় চার বছর বিরতির পরে বড় পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা যশ। ইংরেজি ও কন্নড় ভাষায় নির্মিত এই ছবি গোটা ভারতব্যাপী দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেও তৈরি করা হয়েছে। ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ আগামী ১৯ মার্চ ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য