
হাওড়া, ২২ ডিসেম্বর (হি.স.): হাওড়ার সালকিয়ার কৈবর্তপাড়া লেনের একটি বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল ওরফে বাপ্পা। ফ্ল্যাটের ভিতর থেকে পাওয়া গেছে দুই নাবালককে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যে ওই দুই নাবালক কী করছিল, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এই খুনের সঙ্গে এই দুই নাবালক জড়িত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ