
জৌনপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : তীব্র শৈত্যপ্রবাহের কথা মাথায় রেখে উত্তর প্রদেশের জৌনপুর জেলায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত বিদ্যালয় দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
সোমবার শিক্ষা আধিকারিক (বিইও) গোরক্ষনাথ প্যাটেল জানান, জেলাশাসকের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর জেলার প্রথম থেকে অষ্টম শ্রেণির সমস্ত ক্লাসে পঠনপাঠন বন্ধ থাকবে। এই নির্দেশ সরকারি, আধা-সরকারি-সহ সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
তবে এই সময়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মী ও কর্মীদের নির্ধারিত সময় অনুযায়ী স্কুলে উপস্থিত থাকতে হবে। তাঁদের বিভাগীয় কাজ, এসআইআর অভিযান এবং অন্যান্য দায়িত্ব নিয়মিতভাবে পালন করতে হবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সমস্ত ব্লক শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছে, যাতে এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য