
শিলিগুড়ি, ২২ ডিসেম্বর (হি.স.) : ট্রেনে করে জাল নোট পাচারের পর্দাফাঁস করলো এনজেপি জিআরপি’র এসওজি টিম। অসমের কামাখ্যা থেকে বিহারে পাচারের আগেই উদ্ধার প্রচুর পরিমাণে ৫০০ টাকার জাল নোট। প্রায় ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম এমডি আকরাম আনোয়ার। বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, আকরাম আনোয়ার গুয়াহাটির কামাখ্যা থেকে ট্রেনে উঠেছিল। কেউ তাকে কামাখ্যায় জাল নোট পাচারের জন্য দিয়েছিল। এই খবর পেয়ে জিআরপি এসওজি টিম রবিবার সন্ধ্যায় এনজেপি রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এমডি আকরাম আনোয়ারকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে কালো প্যাকেটে ভরা ৫০০ টাকার নোটের পাঁচটি বান্ডিল উদ্ধার করা হয়। তার কাছ থেকে মোট ২ লক্ষ ৭৪ হাজারর ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা হয়েছিল। কামাখ্যার এক ব্যক্তি তাকে জাল নোটের বান্ডিল দিয়ে বিহারে পৌঁছে দিতে বলেছিলেন। জিআরপি বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি