ভয়াবহ পথ দুর্ঘটনায় বাবা–ছেলে সহ তিনজনের মৃত্যু, আহত ৬
সুলতানপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সোমবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা–ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়সিংহপুর থা
ভয়াবহ পথ দুর্ঘটনায় বাবা–ছেলে সহ তিনজনের মৃত্যু, আহত ৬


সুলতানপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সোমবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা–ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়সিংহপুর থানার অন্তর্গত এলাকার সেমরি চৌকি দর্পিপুরের কাছে বিহারগামী খড় বোঝাই একটি ট্রাকের যন্ত্রাংশ ভেঙে যায়। এর ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় লখনউ থেকে আজমগড়গামী একটি দ্রুতগতির গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পায়নি ওই গাড়িটি| ধাক্কায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিকন্দর ও অজয় নামে দু’জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হরিবংশকেও মৃত ঘোষণা করা হয়। নিহত সিকন্দর ও হরিবংশ সম্পর্কে বাবা–ছেলে।

গাড়িতে থাকা অন্য ছয়জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আম্বেদকর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande