
বীরভূম, ২২ ডিসেম্বর (হি স): রাত পোহালেই শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষ উৎসব। বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রথা মেনে অংশ নেবেন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, প্রাক্তনী, প্রবীণ আশ্রমিক-সহ অন্যরা। শুরু হয়ে গেছে তার প্রহরগোনা।
মঙ্গলবার থেকে পূর্বপল্লির মাঠে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। জেলার পুলিশ প্রশাসনের আঁটোসাটো নিরাপত্তায় ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ইতিমধ্যেই বোলপুর-শান্তিনিকেতনের হোটেল, লজ, রিসর্ট ও হোমস্টেগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন।
মেলায় থাকছে ৩৬টি পুলিশ সহায়তা কেন্দ্র, ১০টি ওয়াচ টাওয়ার এবং আটটি ড্রপ গেট। শিশুদের নিরাপত্তার জন্য চালু করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। শিশু হারিয়ে যাওয়ার ঘটনা এড়াতে তাদের গলায় অভিভাবকের ফোন নম্বর সংবলিত কার্ড ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম দর্শনার্থীদের জন্য থাকবে পুলিশের টোটো পরিষেবা ও জরুরি অ্যাম্বুলেন্স। সব মিলিয়ে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষমেলাকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত