
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : বড়দিনের ছুটিতেই আলিপুর চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা কম হওয়ার পেছনে একটি বোধগম্য হলেও বিভ্রান্তিকর কারণ কাজ করেছে বলেই স্পষ্ট ধারণা কর্তৃপক্ষের। অতীতে এই সমস্ত বিশেষ দিনে চিড়িয়াখানায় ৭৫ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আজকের দিনে তুলনামূলক ভাবেই বেশ কম উপস্থিতি রেকর্ড করা হয়েছে। এর অন্যতম মূল কারণ হল চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ সংক্রান্ত জনসাধারণের মধ্যে সৃষ্টি হওয়া চরম এক বিভ্রান্তি।
যদিও আলিপুর চিড়িয়াখানা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্টভাবেই আগাম ঘোষণা করেছিল যে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫- তারিখে চিড়িয়াখানা পুরোপুরি খোলা থাকবে। তবুও গুগল (এআই) অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে চিড়িয়াখানাকে “বন্ধ” হিসেবে দেখানো হয়েছে। এর ফলে বহু সম্ভাব্য দর্শনার্থী মনে করেন যে বৃহস্পতিবার চিড়িয়াখানা চালু বা খোলা নেই সুতরাং তাঁরা তাদের ভ্রমণ স্থগিত করেন।
এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে, আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকেও সরকারি ও অফিসিয়াল মাধ্যমের মধ্যে দিয়েই চিড়িয়াখানা খোলা থাকার বিষয়ে জনসাধারণকে অবহিত করে ও এই জন্য সমস্ত রকমের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল। তবুও অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত বিভ্রান্তিকর তথ্য জু অথরিটি বা চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এর ফলে জনসচেতনতা ও দর্শনার্থীর উপস্থিতির সংখ্যায় উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত