
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.) : আর কয়েক দিন বাদে ২০২৫ সালকে বিদায় জানিয়ে আমরা নতুন বছর ২০২৬ সালকে আহ্বান জানাব। কিন্তু চলে যেতে বসা বছরটা ভারতের ক্রীড়াঙ্গনের প্রায় সব ক্ষেত্রেই ছিল নজরকাড়া। সাফল্য ধরা দিয়েছে অনেক ইভেন্টেই। ক্রিকেটে বিশ্বজয় থেকে শুরু করে অ্যাথলেটিক্সে তৈরি হয়েছে নতুন রেকর্ড।
বলা যেতে পারে ২০২৫ সালটায় ভারতের অর্জন ছিল নজর কাড়ার মতো।
বিদায় দিতে চলা বছরটাতে ভারতের ক্রীড়াঙ্গনের প্রধান সাফল্যগুলো একঝলকে:
ক্রিকেট:
**আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয় করেছে রোহিত শর্মার ভারতীয় দল। দুবাইতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করেছে। এছাড়া রোহিত শর্মার ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপাও নিজেদের করে নিয়েছে।
**ক্রিকেটে ভারতের মহিলা দলও পেল ঐতিহাসিক সাফল্য। ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ জয় করে ইতিহাস তৈরি করেছে। মুম্বইতে অনুষ্ঠিত ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করছে।
**বাদ যায়নি দৃষ্টিহীন ক্রিকেটাররাও। ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারতের গৌরব বাড়িয়েছে।
অ্যাথলেটিক্স:
**অ্যাথলিট নীরজ চোপড়া এই বছরটাতে গড়লেন এক নতুন রেকর্ড। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করেন, যা ভারতীয় অ্যাথলেটিক্সে এক নতুন মাইলফলক।
**দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় প্যারা অ্যাথলেটিরা রেকর্ড সংখ্যক ২২টি পদক অর্জন করেছিলেন।
দাবা:
**ভারতের সেরা তরুণ দাবাড়ু ডি. গুকেশ এই বছরে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে ভারতের দাবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
**আর ফিডে মহিলা দাবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ।
হকি:
**২০২৫ সালে ভারতীয় হকির সবচেয়ে বড় সাফল্য ছিল পুরুষদের এশিয়া কাপ জয়, যেখানে তারা ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে আট বছর পর এই শিরোপা পুনরুদ্ধার করে এবং ২০২৬ সালের বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করে। এই টুর্নামেন্টে ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়।
বিলিয়ার্ড:
**২০২৫ সালে ভারতে বিলিয়ার্ডসে অসাধারণ সাফল্য এসেছে, বিশেষত সৌরভ কোঠারি আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করেছেন, যেখানে পঙ্কজ আদভানি দ্বিতীয় এবং ধ্রুব সিটওয়ালা তৃতীয় স্থান অধিকার করে ভারতের আধিপত্য দেখিয়েছেন, এছাড়াও আদভানি সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক এবং এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপও জিতেছেন।
খো-খো ও কাবাডি:
**২০২৫-এ ভারত খো-খো বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় এবং কাবাডি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়।
ডেফলিম্পিক্স:
**২০২৫-এ জাপানের টোকিওতে অনুষ্ঠিত সামার ডেফলিম্পিক্সে ভারত তাদের সেরা ফলাফল করে । ভারত পেয়ে ছিল মোট ২০টি পদক। যার মধ্যে ছিল ৯টি সোনা।
ফুটবল:
২০২৫ সালে ভারতের ফুটবল ছিল মিশ্র অভিজ্ঞতার—পুরুষদের সিনিয়র দল কাফে নেশনস কাপে তৃতীয় হয় ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে, কিন্তু এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হারে। অন্যদিকে, মহিলা দল ফিফা
ই বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ উভয় ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করে এবং ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, যদিও আইএসএল দেশের শীর্ষ লিগ বন্ধ থাকার কারণে দেশের ফুটবল অনিশ্চয়তা মুখে দাড়িয়ে আছে।
এই সাফল্যের মাঝে ২০২৫ সালটা ভারতের কাছে কিছুটা উদ্বেগেরও ছিল -
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত পিছিয়ে পড়েছে। যে ভারত প্রথম দুটি চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল তারা ২০২৫ এর শেষে এসে ষষ্ঠ স্থানে আছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি