বিপ্লবী রাসবিহারী বসু স্মৃতি পুরস্কার প্রদান
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : রাসবিহারী বসু স্মৃতি পুরস্কার প্রদান করা হল। মঙ্গলবার কলকাতায প্রেস ক্লাবে''ভাইসরায় চিৎপটাং দিবস'' পালিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে সাংবাদিক শমীকস্বপন ঘোষ কে এক লাখ টাকা মূল্যের অর্থ পুরস্কার প্রদান করা হয়। অপরাজেয়
রাসবিহারী বসু পুরস্কার প্রদান প্রেস ক্লাব, কলকাতায়


কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : রাসবিহারী বসু স্মৃতি পুরস্কার প্রদান করা হল। মঙ্গলবার কলকাতায প্রেস ক্লাবে'ভাইসরায় চিৎপটাং দিবস' পালিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে সাংবাদিক শমীকস্বপন ঘোষ কে এক লাখ টাকা মূল্যের অর্থ পুরস্কার প্রদান করা হয়। অপরাজেয় রাসবিহারী শুধুমাত্র এক নিছক উপন্যাস নয় বলে জানানো হয়েছে। পারুল প্রকাশনী থেকে তা বের হয়েছে। লেখক এই প্রসঙ্গে বলেন, ৮ বছর ধরে গবেষণার পর এই পুস্তক রচনা করেন তিনি।

বিপ্লবী রাসবিহারী বসু'কে নিয়ে গবেষণার জন্য ওই অর্থ পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে প্রাপক শমীক স্বপন ঘোষ এদিন তা রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট এর অধিকর্তা কল্যাণ চক্রবর্তীর হাতেই তুলে দিয়েছেন। মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। বর্ষীয়ান সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক প্রমুখ।

'রাসবিহারী' - নাটকের জন্যে শোভাবাজার প্রতিবিম্ব সংস্থা পুরস্কৃত হয়েছে। 'পরাধীন ভারতে স্বাধীন বিপ্লবী' - তথ্যচিত্র নির্মাণের জন্য শুভাশিস ভট্টাচার্য, 'অগ্নিযুগের অগ্নিশ্বর' পুস্তকের লেখক শ্যামল পাল, 'সূর্য যখন নিপ্পনে' বই রচনা করেছেন সুলগ্না চক্রবর্তী পুরস্কার জিতেছেন। সেইসঙ্গে রাসবিহারী বসুর জাপানি ভাষায় লেখা - 'ইন্দো নো সাকেবি' পুস্তক বাংলায় ভাষান্তর হয়েছে। 'ভারতের আর্তনাদ' - রচনাকারী অলোক বসু এবং 'দুই রাসবিহারী' পুস্তকের লেখক রমজান আলী এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা পায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande