‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর আয় কমতির দিকে, চতুর্থ দিনে বক্স অফিসে আয় সাড়ে ৮ কোটি
মুম্বই, ২৩ ডিসেম্বর (হি.স.) : পরিচালক জেমস ক্যামেরনের ছবি মানেই দর্শকের প্রত্যাশা থাকে তুঙ্গে। ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি বিশ্বজুড়ে বিপুল সাফল্য পেলেও, তৃতীয় কিস্তি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সেই জাদু এখনও পুরোপুরি দেখাতে পারেনি। মু
‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর আয় কমতির দিকে, চতুর্থ দিনে বক্স অফিসে ৮.৫০ কোটি


মুম্বই, ২৩ ডিসেম্বর (হি.স.) : পরিচালক জেমস ক্যামেরনের ছবি মানেই দর্শকের প্রত্যাশা থাকে তুঙ্গে। ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি বিশ্বজুড়ে বিপুল সাফল্য পেলেও, তৃতীয় কিস্তি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সেই জাদু এখনও পুরোপুরি দেখাতে পারেনি।

মুক্তির প্রথম সপ্তাহান্তে ভালো ব্যবসা করলেও, নতুন সপ্তাহের শুরুতে ছবির আয়ে কিছুটা ভাটা পড়েছে।

মঙ্গলবার বক্স অফিস ট্র্যাকার একটি সংস্থার তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ভারতে ছবিটি প্রায় সাড়ে ৮ কোটি টাকা আয় করেছে। এর ফলে দেশে মোট আয় দাঁড়িয়েছে ৭৫.৭৫ কোটি টাকা। প্রথম দিনে ১৯ কোটি, দ্বিতীয় দিনে ২২.৫০ কোটি এবং তৃতীয় দিনে ২৫.৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল ছবিটি।

জেমস ক্যামেরন পরিচালিত এই সায়েন্স-ফিকশন অ্যাডভেঞ্চার ছবি ‘অবতার’ সিরিজের তৃতীয় পর্ব। ২০০৯ সালে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয় কিস্তি মুক্তি পায়। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ আগের মতোই স্যাম ওর্থিংটন, জোই সালদানা, সিগর্নি উইভার, স্টিফেন ল্যাং ও কেট উইনসলেট তাঁদের পরিচিত চরিত্রে ফিরেছেন।

উল্লেখ্য, ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও পঞ্চম কিস্তি যথাক্রমে ২০২৯ ও ২০৩১ সালে মুক্তির কথা ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande