ও রোমিও - র হাত ধরে আবারও পর্দায় ফিরছেন শাহিদ
মুম্বই, ২৩ ডিসেম্বর ( হি. স.): নতুন বছরে নতুন রূপে আবারও পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর । তাঁর নতুন ছবির নাম ও রোমিও । ছবির পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ । ছবিতে শাহিদের পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি ডিম্রি, রণদীপ হুদা এবং নান
ও রোমিও


মুম্বই, ২৩ ডিসেম্বর ( হি. স.): নতুন বছরে নতুন রূপে আবারও পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর । তাঁর নতুন ছবির নাম ও রোমিও । ছবির পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ । ছবিতে শাহিদের পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি ডিম্রি, রণদীপ হুদা এবং নানা পাটেকরের মতো কলা কুশলীদের । ছবির প্রযোজনায় নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।

প্রযোজক ও পরিচালক মহলের তরফে জানানো হয়েছে, ছবির শুটিং - র শেষ পর্ব শুরু হবে ২৮ ডিসেম্বর । শুটিং শেষ হবে নতুন বছরে । তবে নতুন বছরে ৮ দিনের মধ্যে শুটিংয়ের যাবতীয় কাজ শেষ করা হবে , এমনটাই জানা যাচ্ছে । ২০২৬ এর ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছে তাঁরা। অ্যাকশন ও রোমান্সে ভরপুর ভিন্নস্বাদের ছবি দর্শকদের এক অন্য অনুভূতি দেবে , এমনটাই আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande