অ্যাশেজ ২০২৫-২৬: বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ ঘোষণা — চার বছর পর রিচার্ডসন ফিরেছেন
সিডনি, ২৫ ডিসেম্বর(হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে স্টিভ স্মিথ আবারও মাঠে নামবেন অধিনায়ক হয়ে। অস্ট্রেলিয়া তাদের ১২ সদস্যের দলে চারজন ফাস্ট বোলারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নাথান লিয়নের পরিবর্তে স্পিনার টড মারফিকে দলে ন
অ্যাশেজ ২০২৫-২৬: বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ ঘোষণা — চার বছর পর রিচার্ডসন ফিরেছেন


সিডনি, ২৫ ডিসেম্বর(হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে স্টিভ স্মিথ আবারও মাঠে নামবেন অধিনায়ক হয়ে। অস্ট্রেলিয়া তাদের ১২ সদস্যের দলে চারজন ফাস্ট বোলারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নাথান লিয়নের পরিবর্তে স্পিনার টড মারফিকে দলে নেওয়া হয়েছে।

২০২১ সালের পর দীর্ঘতম ফর্ম্যাটে না খেলা ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনকে কাঁধের অস্ত্রোপচার থেকে ফিরে আসার পর দুর্দান্ত ঘরোয়া ফর্মের পর দলে ফিরিয়ে আনা হয়েছে।

অস্ট্রেলিয়া:

ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, ⁠স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande