বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা পয়েন্ট হারাল, খেলা - ড্র
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে মুম্বইয়ের বিরুদ্ধে পয়েন্ট হারাল বাংলা। বৃহস্পতিবারের খেলায় মুম্বইয়ের বিরুদ্ধে ওড়িশার মাটিতে সেই অর্থে পয়েন্ট খোয়াল এদিন বাংলা ক্রিকেট দল। ভুবনেশ্বরের কেআইআইটি ক্রিকেট স্টেডি
বাংলা ও মুম্বইয়ের খেলার ফলাফল একনজরে


কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে মুম্বইয়ের বিরুদ্ধে পয়েন্ট হারাল বাংলা। বৃহস্পতিবারের খেলায় মুম্বইয়ের বিরুদ্ধে ওড়িশার মাটিতে সেই অর্থে পয়েন্ট খোয়াল এদিন বাংলা ক্রিকেট দল। ভুবনেশ্বরের কেআইআইটি ক্রিকেট স্টেডিয়ামে এলিট গ্রুপ সি - র খেলায় বাংলা বনাম মুম্বই ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। তবে, প্রথম ইনিংসে লিড থাকায় সুফল পেল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই। এই খেলায় ১১২.৫ ওভারে ৭ উইকেটে ৪২১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। বৃহস্পতিবার বাংলার প্রথম ইনিংস ১৩৪.৪ ওভারে ৩৩৯ রানেই শেষ হয়েছে। সৌহার্দ্য নিয়োগী ২৩৮ বলে ৮৫ রান, প্রবীণ ছেত্রী ১৬০ বলে ৫৪ রান ও অতনু নস্কর ১০৭ বলে ৫৮ রান করে। মুম্বইয়ের নিখিল ভার্মা তুলে নেয় ৫ উইকেট। উল্লেখ্য, এদিন খেলার ফলাফল অমীমাংসিত। ৮২ রানে পিছিয়ে থাকে বাংলা। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদেই বাড়তি আ্যডভান্টেজ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande