বাংলাদেশে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪
ঢাকা, ২৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার সাক্ষী থাকল হাইমচর ও হরিণা এলাকা। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ দুই যাত্রিবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়| পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা ৪। এই ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী, যা
বাংলাদেশে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৭


ঢাকা, ২৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার সাক্ষী থাকল হাইমচর ও হরিণা এলাকা। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ দুই যাত্রিবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়| পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা ৪। এই ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী, যাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটির মধ্যে একটি ছিল ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং অন্যটি ভোলা থেকে ঢাকার সদরঘাটের দিকে আসা এমভি জাকির সম্রাট-৩। গভীর রাতে মাঝনদীতে এই সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তের পর প্রশাসনের অনুমান, নদীর বুকে থাকা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকরা একে অপরকে দেখতে পাননি, যা এই মর্মান্তিক পরিণতির মূল কারণ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande