
স্যাক্রামেন্টো (ক্যালিফোর্নিয়া), ২৫ ডিসেম্বর (হি.স.) : ঝড় ও প্রবল বৃষ্টিপাতে ক্যালিফোর্নিয়ার একাধিক এলাকা বন্যাকবলিত হয়েছে। বুধবার (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ) ঝড়ের সঙ্গে শুরু হওয়া টানা বৃষ্টিতে নদীগুলি উপচে পড়ে, বহু রাস্তা জলের তলায় চলে যায় এবং বিভিন্ন স্থানে ধসের আশঙ্কা দেখা দেয়। ইতিমধ্যেই কয়েকটি এলাকায় জলবন্দি মানুষজনকে উদ্ধার করা হয়েছে।
মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ক্রিসমাসের সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ বাড়িতে বসবাসকারী প্রায় ৩৮০ জনকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। এছাড়া ঝড়ের সময় গাছ ও বিদ্যুতের তার ভেঙে পড়ায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিতে হয়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নার্ডিনো, সান দিয়েগো ও সাস্তা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে জীর্ণ ও দুর্বল বাড়িতে না থাকার আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য