বিমান দুর্ঘটনায় মৃত্যু লিবিয়ার সেনাপ্রধানের
আঙ্কারা, ২৪ ডিসেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল লিবিয়ার সেনাপ্রধান মহম্মদ আলি আহমেদ আল-হাদ্দাদের। জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রতিরক্ষা বৈঠক শেষে দেশে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আঙ্কারার এসেন
বিমান দুর্ঘটনায় মৃত্যু লিবিয়ার সেনাপ্রধানের


আঙ্কারা, ২৪ ডিসেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল লিবিয়ার সেনাপ্রধান মহম্মদ আলি আহমেদ আল-হাদ্দাদের। জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রতিরক্ষা বৈঠক শেষে দেশে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে দাসোঁ ফ্যালকন ৫০ বিজনেস জেটে রওনা দিয়েছিলেন তিনি ও আরও কয়েক জন ঊর্ধ্বতন সামরিক কর্তা। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জরুরি অবতরণের অনুমতি চাইলেও কিছু ক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাজধানী থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এই ঘটনায় লিবিয়ার চার সামরিক কর্তা ও তিন বিমানকর্মীরও মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande