
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালক এক যুবকের। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুর থানা এলাকার জুলপিয়া রোডে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাইক চালক তথা ওই যুবকের নাম ইমানুল ঘোষ (২৭)। তিনি রিজেন্ট পার্ক থানার পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। নিয়ন্ত্রণ হারিয়ে ইমানুলের বাইক ফুটপাতে উঠে একটি বন্ধ দোকানের ভিতরে ঢুকে পড়ে। গুরুতর আহত ইমানুলকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ