শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই বাড়ি, ক্ষতি লক্ষাধিক টাকার
আরারিয়া, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিহারের আরারিয়া জেলার ফোর্বসগঞ্জ থানার অন্তর্গত ঢোলবাজ্জা গ্রামে মধ্যরাতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নারায়ণ মণ্ডলের সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে নগদ টাকা, সোনার গয়না, খা
শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই বাড়ি, ক্ষতি লক্ষাধিক টাকার


আরারিয়া, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিহারের আরারিয়া জেলার ফোর্বসগঞ্জ থানার অন্তর্গত ঢোলবাজ্জা গ্রামে মধ্যরাতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নারায়ণ মণ্ডলের সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে নগদ টাকা, সোনার গয়না, খাদ্যশস্য, জামাকাপড়-সহ লক্ষাধিক টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন । তবে ততক্ষণে বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটের কথাই শুক্রবার জানিয়েছেন দমকল আধিকারিকরা।

সাংসদ প্রদীপ কুমার সিং অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে দমকল বিভাগ, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বতোভাবে সহায়তা করার নির্দেশ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande