
পূর্ব মেদিনীপুর, ২৬ ডিসেম্বর (হি.স.): শুক্রবার সকালে এগরায় চাঞ্চল্যকর কান্ড| এগরা শহরে একটি শপিং মলের মধ্যে থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম তাপস সাউ (২২)| তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের পলাশীয়া এলাকায় বলে জানা গেছে। ওই যুবক মলের মধ্যে থাকা একটি রেস্তোরাঁর কর্মী হিসেবে কাজ করতেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই মলে ছিলেন তাপস। মৃত্যুর কারণ জানতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলেও জানা গেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ