
ঢাকা, ২৭ ডিসেম্বর(হি.স.): শনিবার বিপিএলের মাঝে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা! মাঠে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
মাহবুব আলী জাকি।
মাঠে অসুস্থ হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটা।
বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালস এর প্রথম ম্যাচ শনিবার ছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে।
ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা। যেখানে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনের ব্যস্ত ছিলেন ছিলেন সহকারী কোচ মাহমুব আলী জাকি। এ সময় হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন। দ্রুতই তাঁকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসাটেশন) দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি