মেয়র'স কাপ আন্তঃ স্কুল অনূর্ধ্ব - ১, চ্যাম্পিয়ন ক্যাথিড্রাল মিশন হাইস্কুল
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : আন্তঃ স্কুল অনূর্ধ্ব - ১৫, মেয়র''স কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে - ক্যাথিড্রাল মিশন হাইস্কুল। ৭ উইকেটে পরাজিত সেন্ট জেমস স্কুল। ইডেন গার্ডেন্সে মেয়র কাপ - ক্রিকেটের ফাইনালে এদিন বিপুল উৎসাহের ছবি ধরা পড়েছে। শনিবার
ইডেন গার্ডেন্সে ক্যাথিড্রাল মিশন হাইস্কুল চ্যাম্পিয়ন


কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : আন্তঃ স্কুল অনূর্ধ্ব - ১৫, মেয়র'স কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে - ক্যাথিড্রাল মিশন হাইস্কুল। ৭ উইকেটে পরাজিত সেন্ট জেমস স্কুল। ইডেন গার্ডেন্সে মেয়র কাপ - ক্রিকেটের ফাইনালে এদিন বিপুল উৎসাহের ছবি ধরা পড়েছে। শনিবার ক্যাথিড্রাল মিশন হাইস্কুল ও সেন্ট জেমস স্কুল ফাইনালের খেতাব জিততে পরস্পরের মুখোমুখি হয়। উল্লেখ্য, দুই দলের ক্ষুদে খেলোয়াড়দের কাছে এদিন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে পৌঁছে রোমাঞ্চিত। মেয়র কাপ ক্রিকেটের ফাইনালে ৭ উইকেটে জিতল। উল্টোদিকে, সেন্ট জেমস স্কুল হারল। নির্ধারিত ৪৫ ওভারে প্রথম ব্যাটিংয়ে - ৯/১৮১ রান সংগ্রহ করে সেন্ট জেমস স্কুল। এর জবাবে ৩৮.৪ ওভারে ক্যাথিড্রাল মিশন হাইস্কুলের দলগত স্কোর - ৩/১৮২ রান। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে। তিয়াস দাশ - ৭৭ বলে সর্বাধিক - ৯৯ রান করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande