আমেরিকায় তীব্র তুষারঝড় ‘ডেভিন’-এর দাপটে ১১০০ উড়ান বাতিল
নিউইয়র্ক, ২৭ ডিসেম্বর (হি.স.) : আমেরিকায় তীব্র তুষারঝড় ‘ডেভিন’-এর জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। ক্রিসমাসের ছুটির ভিড়ের মধ্যেই প্রায় ১,১০০টি উড়ান বাতিল করা হয়েছে এবং ৪,০০০-র বেশি উড়ান বিলম্বিত হয়েছে। ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, শুক
আমেরিকায় তীব্র তুষারঝড় ‘ডেভিন’-এর দাপটে ১১০০ উড়ান বাতিল


নিউইয়র্ক, ২৭ ডিসেম্বর (হি.স.) : আমেরিকায় তীব্র তুষারঝড় ‘ডেভিন’-এর জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। ক্রিসমাসের ছুটির ভিড়ের মধ্যেই প্রায় ১,১০০টি উড়ান বাতিল করা হয়েছে এবং ৪,০০০-র বেশি উড়ান বিলম্বিত হয়েছে।

ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর (ভারতীয় সময় অনুসারে শনিবার) পর্যন্ত অন্তত ১,১৯১টি ফ্লাইট বাতিল এবং ৩,৯৭৪টি ফ্লাইটে বিলম্বিত হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গ্রেট লেকস ও উত্তর-পূর্ব আমেরিকার বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

তুষারঝড়ের প্রভাবে গ্রেট লেকস ও উত্তর-পূর্ব অঞ্চলে সড়ক ও বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande