ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার হামলা
কিভ, ২৭ ডিসেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আগে ইউক্রেনে বড়সড় হামলা চালাল রাশিয়া। শুক্রবার রাজধানী কিভ ও সংলগ্ন এলাকায় একযোগে মিসাইল ও ড্রোন হামলায় বিস্ফোরণের শব্দে ক
ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার বড় হামলা


কিভ, ২৭ ডিসেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আগে ইউক্রেনে বড়সড় হামলা চালাল রাশিয়া। শুক্রবার রাজধানী কিভ ও সংলগ্ন এলাকায় একযোগে মিসাইল ও ড্রোন হামলায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর।

শনিবার জানা গেছে, হামলায় হাইপারসোনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। কিভের উত্তরাঞ্চল বিশহোরোদে একটি বহুতল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কিভ ওবলাস্টের বোরিসপিল এলাকায় গুদাম ও গাড়ির ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাংকিভস্ক অঞ্চলে এক ব্যক্তি আহত হন।

শনিবার কিভ ওবলাস্টের গভর্নর মিকোলা কালাশনিক জানান, গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী কিভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন সক্রিয় থাকার সতর্কতা জারি করেছে।

উল্লেখ্য, রবিবার ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠক হওয়ার কথা। চার বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত-সহ বিশ্বের একাধিক দেশ যুদ্ধ অবসানের পক্ষে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande