
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): উত্তুরে হাওয়ার দাপটে কাবু রাজ্যবাসী। শীত বাড়ছে দক্ষিণবঙ্গে| আবহাওয়া দফতর বলছে, আপাতত বজায় থাকবে শীতের কাঁপুনি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে। রাজ্যের জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে এ সপ্তাহে। আগামী কয়েকদিনে ধাপে ধাপে দিনের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই। আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার থেকে পরবর্তী ৫ দিন ১৩-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে কলকাতার তাপমাত্রা।
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় রাজ্যে জাঁকিয়ে বসেছে ঠান্ডা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। একাধিক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। যার জেরে দৃশ্যমানতা অনেকখানি নেমে যেতে পারে। তবে সতর্কতা জারি নেই কোথাও। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।
উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকাতে তীব্র ঠান্ডা। এদিকে সকাল ও রাতে কনকনে উত্তুরে হাওয়া আর ঘন কুয়াশার দাপট। শনিবার ঘন কুয়াশার জেরে জারি রয়েছে সতর্কতা। শনি ও রবিবার আরও তাপমাত্রা নামার পূর্বাভাস। আরও দুই ডিগ্রি নামতে পারে একাধিক জেলায়। তারপর থেকে পরবর্তী ৪ দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ