ইংলিশ প্রিমিয়ার লিগ: উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষ চারে লিভারপুল
লন্ডন, ২৮ ডিসেম্বর (হি.স.) : অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে লিভারপুল জিতেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এর বিরুদ্ধে। প্রথমার্ধের শেষ দিকে পরপর দুই মিনিটে দুই গোল করে এগিয়ে যায় লিভারপুল। ৪১তম মিনিটে গ্রাভেনবার্চ ও পরের ম
ইংলিশ প্রিমিয়ার লিগ: উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষ চারে উঠে এল লিভারপুল


লন্ডন, ২৮ ডিসেম্বর (হি.স.) : অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে লিভারপুল জিতেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এর বিরুদ্ধে।

প্রথমার্ধের শেষ দিকে পরপর দুই মিনিটে দুই গোল করে এগিয়ে যায় লিভারপুল। ৪১তম মিনিটে গ্রাভেনবার্চ ও পরের মিনিটে ভিয়েৎস গোল করেন।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান কমান সান্তিয়াগো বুয়েনো। বাকি সময়ে সুযোগ পায় দুই দল গোলের সুযোগ পেয়েও গোলে করতে পারেনি।

শিরোপা ধরে রাখার অভিযানের আসরে প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর পথ হারিয়ে ফেলেছিল লিভারপুল। এরপর টানা তিন ম্যাচ জিততে পারেনি তারা। অবশেষে তারা জয়ে ফিরল।

১৮ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৬টি হেরে স্রেফ ২ পয়েন্ট নিয়ে তলানিতে উলভারহ্যাম্পটন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande