
স্ট্যামফোর্ড, ২৮ ডিসেম্বর(হি.স.): প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে এগিয়ে গেল চেলসি। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল অ্যাস্টন ভিলা। বদলি নেমে জোড়া গোলে দলকে জিতিয়ে দিলেন ওলি ওয়াটকিন্স।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জিতেছে উনাই এমরির দল ভিলা।
গত আসরের দ্বিতীয় লেগে ভিলার মাঠে গিয়ে একই ব্যবধানে হেরেছিল চেলসি।
প্রিমিয়ার লিগে টানা ৮টি সহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল ভিলা, স্পর্শ করল ১১১ বছর আগের নিজেদের আগের রেকর্ড।
১৮৯৭ সালে প্রথমবার টানা ১১ ম্যাচ জিতেছিল দলটি। পরে ১৯১৪ সালে সেই রেকর্ড ছুঁয়েছিল দলটি।
১৮ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিলা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর সবার ওপরে আর্সেনালের পয়েন্ট ৪২।
আর ২৯ পয়েন্ট নিয়ে চেলসি পাঁচে ও ৩২ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে চারে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি