
কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : সুস্থ থাকতে মানুষের দৈনন্দিন জীবনে সব কিছুর সঙ্গে মাত্র আধ ঘণ্টা ব্যয় করুন শরীরের জন্য। ইতিমধ্যেই দেশবাসীর কাছে ওই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। এর রেশ টেনে ধরেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে জনস্বার্থে প্রচারিত - নিয়ম করে আধ ঘণ্টা যদি সাইকেল চালানো যায় তবে সেই শারীরিক কসরত হবে সহজেই। ফিট ইন্ডিয়া প্রচার কর্মসূচি'কে সফল করতে এমনতর কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিধাননগরের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে সাই - এর মূল ফটক থেকেই এদিন সাতসকালে করুণাময়ী পর্যন্ত রবিবার এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বিপুল সাড়া মিলেছে।
সাইয়ের উপ মহানির্দেশক মায়াঙ্ক শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, - দেশের অন্য অনেক শহরের পাশাপাশি কলকাতাতেও 'ফিট ইন্ডিয়া সাইকেল র্যালি' এর আয়োজন করা হয়েছে।
এদিন অংশগ্রহণকারীদের সংখ্যাও উৎসাহব্যঞ্জক। তীরন্দাজির দীপিকা কুমারী, অতনু দাস, বোম্বাইলাদেবী লাইশ্রম, জয়দীপ কর্মকার (শ্যুটিং), সুস্মিতা সিহ রায় (আ্যথলেটিক), দ্রোণাচার্য সম্মনস জয়ী ড. কুন্তল রায়, মঙ্গল সিং চ্যাম্পিয়ান (তীরন্দাজি) প্রমুখ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত