মেয়েদের অনূর্ধ্ব - ১৯ কোয়ার্টার ফাইনালে বাংলার ৩৬ রানে পরাজয়
মহারাষ্ট্র, ২৮ ডিসেম্বর (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফির কোয়ার্টার ফাইনালে রবিবার বাংলা দলের বিদায়। মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফি (এলিট) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। ৫টি ম্যাচের ৫টি''তেই জিতে এলিট গ্রুপ বি - র শীর্ষে
মেয়েদের অনূর্ধ্ব - ১৯, বাংলা - কর্ণাটক


মহারাষ্ট্র, ২৮ ডিসেম্বর (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফির কোয়ার্টার ফাইনালে রবিবার বাংলা দলের বিদায়। মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফি (এলিট) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। ৫টি ম্যাচের ৫টি'তেই জিতে এলিট গ্রুপ বি - র শীর্ষে থেকে শেষ ৮ নম্বরে জায়গা করে ঈপ্সিতা মণ্ডলের নেতৃত্বাধীন বাংলা দল।

উল্লেখ্য, যদিও নক - আউট পর্বে প্রথম খেলায় বিজয়রথ থেমে গেল। পুণের বীরাঙ্গন ক্রিকেট আকাদেমি মাঠে বাংলাকে ৩৬ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল কর্ণাটক।

এদিন টসে জিতেই ব্যাটিংয়ে শ্রেয়া এস চ্যবনের ৯৬ বলে ১০৮ রান ও কাশ্বী কান্দিকুপ্পার ৮৯ বলে অপরাজিত ৯৪ রান।কর্ণাটক ৫০ ওভারে ৮/২৭০ রান। স্নিগ্ধা বাগ ৩টি, দিয়া নন্দী ২টি উইকেট নেয়। জাহ্নবী রাজ পাসোয়ান ও প্রতিভা মাণ্ডি ১টি করে উইকেট দখল করে।

এর জবাবে বাংলা ৪৬ ওভারে ২৩৪ রানে অল-আউট হয়। শিবাংশী ৬৬ বলে ৬০ রান, প্রতিভা মাণ্ডি ৫১ বলে ৩৮ রান ও প্রিয়াঙ্কা গোলদার ৪২ বলে ৩৭ রান করে। বন্দিতা কে রাও ৩টি এবং হরিণী এন, কাশ্বী কান্দিকুপ্পা ও নন্দনী চৌহান ২টি করে উইকেট পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande