
গুয়াতেমালা সিটি, ২৮ ডিসেম্বর (হি.স.): গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন । শনিবার (ভারতীয় সময় অনুসারে রবিবার ) একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় দমকল বিভাগের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ, তিন জন মহিলা ও এক নাবালক। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য