দারুণ মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা
কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.): পেশাদার ফুটবলে ২৩ বছরের পথচলায় আরেকটি দারুণ মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা। ১৩০০ নম্বর ম্যাচে রোনাল্ডো করলেন জোড়া গোল। ঘরের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে আল ওখদুদকে ৩-০ গোলে হারায় আল নাসর। সৌদি প্রো লিগে শতভাগ জ
দারুণ মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা


কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.):

পেশাদার ফুটবলে ২৩ বছরের পথচলায় আরেকটি দারুণ মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা। ১৩০০ নম্বর ম্যাচে রোনাল্ডো করলেন জোড়া গোল।

ঘরের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে আল ওখদুদকে ৩-০ গোলে হারায় আল নাসর। সৌদি প্রো লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আল নাসর।

মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন রোনাল্ডো। পেশাদার ফুটবলে ২৩ বছরের পথচলায় তার এটি এক হাজার ৩০০তম ম্যাচ। প্রতিযোগিতামূলক ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলার নজির আছে কেবল দুই জনের।

সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি দীর্ঘদিন ধরে রেখেছিলেন সর্বকালের সেরা গোলরক্ষক পিটার শিল্টন। এই ইংলিশ তারকা ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেন এক হাজার ৩৯০ ম্যাচ। গত আগস্টে তার রেকর্ড ভেঙে দেন ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও। ৪৫ বছর বয়সে এখনও খেলে চলেছেন তিনি স্বদেশের ক্লাব ফ্লুমিনেসির হয়ে। এখন তার ম্যাচ-সংখ্যা এক হাজার ৪০৭টি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande