সোমবার 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.): নিউটাউনে সোমবার ''দুর্গা অঙ্গন''-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে অ্যাকশন এরিয়া-১-এ প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই ''দুর্গা অঙ্গন'। দিঘার জগন্নাথ ম
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.): নিউটাউনে সোমবার 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে অ্যাকশন এরিয়া-১-এ প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই 'দুর্গা অঙ্গন'। দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকারী হিডকোই এবার 'দুর্গা অঙ্গন' নির্মাণের দায়িত্বে রয়েছে। আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জগন্নাথধামের মতো 'দুর্গা অঙ্গন' তৈরি হবে, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন। সেই মতো নিউটাউনে জায়গা বেছে নেওয়া হয়। শিলান্যাস অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, দুর্গা অঙ্গন শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানে শিল্পকলা, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার জন্য পৃথক পরিকাঠামোও থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande