ফিরে দেখা ২০২৫, বিষয় : মাদক পাচার, খুন, অপরাধজনিত ঘটনাবলি
গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরের ফ্ল্যাশব্যাকে নানা ধরনের অপরাধজনিত যেমন মাদক পাচার, খুন ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা পর্যায়ক্রমে তুলে ধরা হলো ... ৩ জানুয়ারি : অসমের শিলচরের কাঁঠাল রোডে ৩.২ কোটি টাকার হেরোইন সহ গ্রেফ
ফিরে দেখা ২০২৫


গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরের ফ্ল্যাশব্যাকে নানা ধরনের অপরাধজনিত যেমন মাদক পাচার, খুন ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা পর্যায়ক্রমে তুলে ধরা হলো ...

৩ জানুয়ারি : অসমের শিলচরের কাঁঠাল রোডে ৩.২ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক। এছাড়া দামছড়া এলাকায় পুলিশের পৃথক অভিযানে বাজেয়াপ্ত ২ কোটি টাকা মূল্যের কোডাইন ব্ৰ্যান্ডের কফ সিরাপ।

১২ জানুয়ারি : আগরতলা শহরে প্রায় এক কোটি টাকা মূল্যের এক লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার দুই

১৪ জানুয়ারি : গুয়াহাটির পার্শ্ববর্তী কামরূপ জেলার অন্তর্গত আমিনগাঁওয়ে এসটিএফ-এর অভিযানে উদ্ধার প্রায় নয় (৯) কোটি টাকার ১.১২৮ কিলোগ্ৰাম হেরোইন। গ্রেফতার চার মাদক কারবারি।

১৫ জানুয়ারি : কাছাড় জেলায় পৃথক দুই অভিযানে পুলিশ ৩.৬০ কোটি টাকার বেশি মূল্যের মাদক সহ গ্রেফতার পাঁচ।

২১ জানুয়ারি : আগরতলা শহর সংলগ্ন শালবাগান এলাকায় আসাম রাইফেলস-এর অভিযানে প্ৰায় ১২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার দুই মাদক কারিবারি৷

৩০ জানুয়ারি : শিলচরের আইজল বাইপাসে পুলিশি অভিযানে উদ্ধার ৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার এক।

১০ ফেব্রুয়ারি : ত্রিপুরার ধলাই জেলান্তর্গত আমবাসার বেতবাগান এলাকায় পুলিশি অভিযানে প্রায় ২৮ কোটি টাকার মাদক ইয়াবা উদ্ধার। গ্রেফতার দুই।

২২ ফেব্রুয়ারি : কাছাড় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৭.২ কোটি টাকার ২৪ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার এক।

২৭ ফেব্রুয়ারি : মিজোরামে পৃথক স্থানে আসাম রাইফেলস এবং কাস্টমস পরিচালিত অভিযানে বাজেয়াপ্ত ২৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট৷

২৮ ফেব্রুয়ারি : কাছাড় জেলার শিলকুড়ি-শিলডুবি এলাকায় পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ২.২০ কোটি টাকার হেরোইন এবং নগদ ২ লক্ষ টাকা। গ্রেফতার দুই।

৫ মার্চ : আগরতলায় পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার তিন।

৮ মাৰ্চ : মণিপুরের কাংপোকপি জেলার বিভিন্ন স্থানে কুকি বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত এবং মহিলা ও পুলিশ সহ ৪০ জনের বেশি আহত। নিরাপত্তা বাহিনীর পাঁচটি গাড়িতে ভাঙচুর।

১৫ মার্চ : ত্ৰিপুরার মতিনগর এবং কুলুবাড়ির আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশে পাচারের মুখে বিএসএফ-এর হাতে উদ্ধার ৪ কোটি ২১ লক্ষ টাকার আইফোন সহ নানা কোম্পানির দামি ১৮৭টি মোবাইল ফোনের হ্যান্ডসেট।

১৮ মাৰ্চ : মণিপুরের চূড়াচাঁদপুর জেলা হাসপাতালে দলবদ্ধ হামলা।

১৯ মাৰ্চ : মণিপুরের চূড়াচাঁদপুর জেলা সদরের উপকণ্ঠে জোমি এবং মার উপজাতীয় মানুষের মধ্যে নতুন করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু এবং আহত বেশ কয়েকজন। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন নিরাপত্তা কর্মীরা।

২১ মার্চ : আগরতলার মঠ চৌমুহনীয় পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাকব‌লেট সহ গ্রেফতার তিন।

২৯ মাৰ্চ : অসমের দক্ষিণ শালমারা-মানকাচর জেলান্তর্গত হাটশিঙিমারির সুখচর থানাধীন ব্ৰহ্মপুত্ৰ নদের উন্মুক্ত সীমান্তগ্রাম হাতিরচর বিওপির অধীন দেওয়ানের-আলগা চরে বিএসএফ-এর ১৫০ নম্বর ব্যাটালিয়ন এবং গ্রামবাসীদের সংঘর্ষে মহিলা ও নাবালক সহ পাঁচজন আহত।

১২ এপ্রিল : গুয়াহাটির আইএসবিটিতে এসটিএফ-এর অভিযানে প্ৰায় চার কোটি টাকার হেরোইন উদ্ধার। গ্রেফতার চার।

১৩ এপ্ৰিল : কাছাড় জেলা সদর শিলচর সহ জেলার অন্তর্গত কালাইন, ধলাই এবং সোনাইয়ে অভিযান চালিয়ে ৪১৬ গ্রাম ওজনের প্রায় দুই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত। গ্রেফতাপ নয় (৯) মাদক কারবারি।

১৫ এপ্রিল : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলায় ৫ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। গ্রেফতার তিন।

২১ এপ্রিল : মণিপুরের কামজং জেলার এক প্রত্যন্ত গ্রাম গ্রিহাঙের একটি জলের ট্যাংকে আসাম রাইফেলস-এর শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার দু-বছর বয়সি এক শিশুকন্যা।

২৭ মে : অসমের মানকাচরের ঠাকুরানবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করতে গেলে সীমান্তের জিরো লাইনে জমায়েত উত্তেজিত বাংলাদেশি জনতা ও মারমুখি বিজিবি-কে ছত্রভঙ্গ করতে শূন্যে চার রাউন্ড গুলিবর্ষণ বিএসএফ-এর।

২৮ মে : অসমে অবৈধভাবে বসবাসকারী ২২ জন বাংলাদেশি নাগরিক আটক বিএসএফ-এর। বিএসএফ-এর ওপর স্থানীয়দের হামলা।

১৪ মে : মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলস-এর গুলিতে ১০ জঙ্গি ধরাশায়ী।

২৭ মে : মণিপুরে জঙ্গিদের অস্ত্র সরবরাহের অভিযোগে মিজোরামের তিন বাসিন্দার বিরুদ্ধে চার্জশিট জমা এনআইএ-র।

১৯ মে : অসমের চড়াইদেও জেলায় ২০১২ সালে কালাজাদু অনুশীলনের সন্দেহে জনৈক মহিলাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার দায়ে ২৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।

২৩ মে : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলা সোহরায় (পূর্বতন চেরাপুঞ্জি) খুন মধ্যপ্রদেশের ইন্দোরের ২৯ বছর বয়সি রাজা রঘুবংশী।

২৫ মে : মণিপুরের চূড়াচাঁদপুরে ১.২৩৯ কিলোগ্রাম হেরোইন উদ্ধার পুলিশে। গ্রেফতার তিন।

৩০ মে : মিজোরামে ৯.৭২ কোটি টাকার নিষিদ্ধ মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত।

১ জুন : ত্রিপুরার খোয়াই-এ ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার। গ্রেফতার দুই।

৭ জুন : নিরাপত্তা বাহিনীর হাতে মেইতেই সংগঠন আরামবাই টেংগোল-এর শীর্ষ নেতা গ্ৰেফতার।

৮ জুন : মণিপুরের রাজধানী ইমফলে সংগঠিত সহিংসতায় বেশ কয়েকজন আহত। রাজ্যের পাঁচটি উপত্যকা জেলায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন। সম্পূৰ্ণ বিষ্ণুপুরে কারফিউ এবং পাঁচ জেলায় জারি বিএনএসএস-এর ধারা ১৬৩।

৮ জুন : ২০২৩ সালে মণিপুরে জাতিগত সহিংসতার সঙ্গে সম্পর্কিত এক মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আরামবাই টেংগোল-এর প্রথমসারির নেতা কানন সিংকে গুয়াহাটি নিয়ে আসে সিবিআই।

৮ জুন : মণিপুরের ইমফল পূর্ব জেলার অন্তর্গত আন্দ্রো কেন্দ্রের অধীন ইয়ারিপোক তুলিহালে অবস্থিত সাব-ডিভিশনাল কালেক্টর (এসডিসি)-এর অফিসে অগ্নিসংযোগ দুর্বৃত্তদের।

৯ জুন : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলার সোহরায় ইন্দোরের রাজা রঘুবংশী (২৯) খুনে জড়িত তাঁর সদ্য বিবাহিত সোনম (২৫), সোনমের বিবাহবহির্ভূত প্রেমিক রাজসিং কুশওয়াহা (২১) আকাশ রাজপুত (১৯) এবং বিশাল সিং চৌহান (২২) গ্রেফতার।

১৫ জুন : ত্রিপুরার চূড়াইবাড়িতে চার কো‌টি টাকার ড্রাগস সহ গ্রেফতার এক।

১৭ জুন : শ্ৰীভূমি সদরে পুলিশের অভিযানে উদ্ধার আট কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার এক।

১৯ জুন : মণিপুরের বিষ্ণুপুর জেলার ফুবালায় ধানক্ষেতে কর্মরত এক কৃষক সন্দেহভাজন জঙ্গিদের গুলি-হামলায় নিহত মহিলা এবং আহত তাঁর স্বামী।

২৮ জুন : কাছাড়ের জেলা সদর শিলচরে পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ৫.৫৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ১০৯ গ্রাম হেরোইন। গ্ৰেফতার এক।

৩০ জুন : শ্রীভূ‌মি জেলার নিলামবাজারে পু‌লিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ছয় কো‌টি টাকার হেরোইন উদ্ধার। গ্রেফতার এয়ারটেলের এক ইঞ্জিনিয়ার সহ তিন মাদক পাচারকারী।

৩০ জুন : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় বিচ্ছিন্ন এক সশস্ত্র কুকি জঙ্গিদের অতর্কিত গুলি-হামলায় ৬০ বছর বয়সি মহিলা পথচারিণী সহ চারজনের মৃত্যু।

৭ জুলাই : ত্রিপুরার ধলাই জেলার আমবাসা পুলিশের অভিযানে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ এসকফ সিরাপ উদ্ধার। গ্রেফতার দুই।

১১ জুলাই : মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চামফাই জেলায় আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার ১১২.৪০ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট।

১৬ জুলাই : ত্ৰিপুরার আঠারোমুড়ায় বাজেয়াপ্ত দশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার দুই।

১৯ জুলাই কাছাড়ের ধলাই থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৬.২ কোটি টাকা মূল্যের হেরোইন। গ্রেফতার মণিপুরের এক মহিলার সহ দুই।

২০ জুলাই : মণিপুরের জিরিবামে পুলিশ এবং যৌথ কেন্দ্ৰীয় বাহিনী পরিচালিত অভিযানে উদ্ধার প্রায় ৭৬ কোটি টাকার হেরোইন এবং মেথামফেটামিন ট্যাবলেট। গ্রেফতার এক।

২৫ জুলাই : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার আমজাদনগর সীমান্ত বিএসএফ-এর গুলি। নিহত দুই বাংলাদেশি পাচারকারী এবং গুলিবিদ্ধ তাদের এক সহযোগী।

২৮ জুলাই : কাছাড়ের শিলচর-আইজল রোডে ঘুঙ্গুর বাইপাসের কাছে পরিচালিত পুলিশি অভিযানে প্রায় ৬ কোটি টাকার ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার দুই।

২৯ জুলাই : ত্রিপুরার সিপাহীজলা জেলায় পৃথক দুই অভিযানে ১ কোটি টাকার বেশি মূল্যের গাঁজা বাজেয়াপ্ত। গ্রেফতার এক।

৭ আগস্ট : মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলার অন্তৰ্গত ভারত-বাংলা সীমান্তবর্তী রংডাঙ্গাই গ্রামে আট থেকে নয়জনের বাংলাদেশি সশস্ত্র দলের হামলা, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট।

১০ আগস্ট : মেঘালয়ের রংডাঙ্গাই গ্রামে সশস্ত্র হামলার সঙ্গে জড়িত পাঁচ বাংলাদেশি নাগরিক ধৃত পুলিশ ও বিএসএফ-এর অভিযানে।

১১ আগস্ট : মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলায় ক্রসবর্ডার অনুপ্রবেশ এবং অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশের শেরপুর জেলার জেনাঘাটির বাসিন্দা জনৈক আকরামের কাইথাকোণা গ্রামের বাসিন্দাদের গণপিটুনিতে মৃত্যু।

১২ আগস্ট : কাছাড়ের ধলাইয়ে পুলিশের অভিযানে উদ্ধার ২.৫ কোটি টাকা মূল্যের ৪৬৫ গ্রাম হেরোইন। গ্রেফতার দুই।

১৪ আগস্ট: বাংলাদেশি সশস্ত্র অনুপ্রবেশকারীদের ধরতে মেঘালয় সীমান্ত সিল বিএসএফ-এর।

২০ আগস্ট : শ্রীভূমি জেলা সদরের উপকণ্ঠ পোয়ামারা বাইপাস এলাকায় বহু কোটি টাকা মূল্যের মাদক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। গ্রেফতার দুই।

২০ আগস্ট : মিজোরামের জোখাওথর ক্ৰসিং পয়েন্টে আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার ২১ কোটি টাকা মূল্যের ৬.৮৬ কেজি ওজনের ৭০ হাজারটি নিষিদ্ধ ইয়াবা এবং মেথামফেটামিন ট্যাবলেট।

২০ আগস্ট : অসমের মরিগাঁও জেলা কারাগার থেকে ফেরার দুই কয়েদি জিয়ারুল ইসলাম এবং সুব্রত সরকার।

২৩ আগস্ট : শ্রীভূমির বদরপুরে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার চার।

২৫ আগস্ট : অসমের বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়িতে প্ৰায় তিন‌ কো‌টি টাকা মূল্যের ৩০ হাজার ৪৩০ শিশি এসকফ সিরাপ উদ্ধার। গ্রেফতার দুই।

১ সেপ্টেম্বর : অসমের কামরূপ জেলায় প্রায় আট কোটি টাকা মূল্যের ৯১০ গ্রাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত। গ্রেফতার দুই মণিপুরের বাসিন্দা।

১৯ সেপ্টেম্বর : মণিপুরের বিষ্ণুপুর জেলার সাবাল লেইকাই, নাম্বোল-এ সশস্ত্ৰ জঙ্গি হামলায় ৩৩ আসাম রাইফেলস-এর দুই জওয়ান নিহত এবং পাঁচ আহত।

২২ সেপ্টেম্বর : অসমের চুড়াইবাড়ি ৫০,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। গ্রেফতার দুই যুবক।

২৪ সেপ্টেম্বর : দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানা এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার ৯০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গ্ৰেফতার মণিপুরের দুই বাসিন্দা।

২৪ সেপ্টেম্বর : শ্ৰীভূমি জেলার অন্তর্গত নিলামাবজার পুলিশের অভিযানে উদ্ধার ১৫ কোটি টাকা মূল্যের ৫০ হাজারটি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার এক যুবক।

২৮ সেপ্টেম্বর : মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়াপাহাড় জেলা পুলিশের অভিযানে উদ্ধার প্রায় আড়াই কোটি টাকার হেরোইন, ভারতীয় ৬,৭৭৫ টাকা, ৩,০০০ সাউথ কোরিয়ান অওন, ৫০০ কাজাখস্তান টেঙ্গে, ১০টি বার্মিজ ক্যাটের নোট সমেত দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট। গ্রেফতার মণিপুরের দুই বাসিন্দা।

২৯ সেপ্টেম্বর : শিলচরের আইজল বাইপাসে ৯ কোটি টাকার ৩০ হাজারটি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত কাছাড় পুলিশের।

৫ অক্টোবর : দক্ষিণ অসমের শ্রীভূ‌মি‌ জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়িতে পু‌লিশের অভিযানে উদ্ধার প্রায় দুই কোটি টাকা মূল্যের ২১,৬০০ শিশি নেশাজাতীয় ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ‌ সিরাপ। গ্রেফতার মালদার এক বাসিন্দা।

৫ অক্টোবর : আগরতলার সিংহিছড়ায় আসাম রাইফেলস ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে উদ্ধার ৬৯.৬১ কোটি টাকা মূল্যের ৬৯.৬১ কেজি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার চার।

৯ অক্টোবর : কাছাড় জেলান্তর্গত শিলচরের রংপুরে ২.১৬ কোটি টাকার ২১ হাজার ৬০০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত। গ্রেফতার দুই।

৯ অক্টোবর : অসমের পশ্চিম কারবি আংলং জেলার অন্তর্গত বৈঠালাংসো থানা এলাকার তাপাত গ্রামে কৃষিখেতে ধান কাটাকে কেন্দ্র করে ব্যাপক হিংসাত্মক সংঘর্ষে একজনের মৃত্যু এবং গুরুতরভাবে আহত কয়েকজন।

১২ অক্টোবর : বরাক নদীতে আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশেল যৌথ অভিযানে উদ্ধার প্ৰায় আট (৮) কোটি টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবেলট এবং ১ লক্ষ ২৫ হাজার প্যাকেট সিগারেট।

১৩ অক্টোবর : ত্রিপুরার সিপাহিজলা জেলার কলমচৌড়ায় বিএসএফ-এনসিবির যৌথ অভিযানে ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। আটক মহিলা।

২৩ অক্টোবর : শ্রীভূমির বদরপুর রেল স্টেশনে জিআরপি-র অভিযানে প্রায় ৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত। গ্রেফতার পশ্চিমবঙ্গের মালদা জেলার চার বাসিন্দা।

৪ নভেম্বর : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় আসাম রাইফেলস-এর সঙ্গে গুলিযুদ্ধে ধরাশায়ী সশস্ত্র জঙ্গি সংগঠন ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’-র চার ক্যাডার। আটক এক জঙ্গি।

৫ নভেম্বর : অসমের হাফলং উপ-কারাগার থেকে ফেরার উগ্ৰপন্থী সংগঠন ডিএনএলটি-এর প্রাক্তন সক্রিয় ক্যাডার বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং ওরফে মাস্টার।

৭ নভেম্বর : কাছাড় জেলাান্তর্গত লক্ষ্মীপুর সমজেলায় পুলিশের অভিযানে উদ্ধার ৬.১ কোটি টাকার হেরোইন। গ্রেফতার এক।

১২ নভেম্বর : মণিপুরের বিভিন্ন জেলায় চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগে নিষিদ্ধ একাধিক জঙ্গি গোষ্ঠীর এক মহিলা সহ সক্রিয় চার সদস্য গ্রেফতার।

১৩ নভেম্বর : চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী প্রিপাক (প্রো)-এরএক সক্রিয় সদস্য গ্রেফতার মণিপুর পুলিশের।

১৩ নভেম্বর : মিজোরামের সাইচুয়াল জেলার এনগোপা এলাকায় আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ৪৫ কোটি টাকার ১৫ কিলোগ্রাম মেথামফেটামিন ট্যাবলেট। গ্ৰেফতার অসমের বরপেটা জেলার দুই বাসিন্দা।

১৩ নভেম্বর : শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়া থানাধীন কাঁঠালত‌লিতে পু‌লিশি অভিযানে বাজেয়াপ্ত প্রায় ২.৫০ কোটি টাকার গাঁজা।

১৭ নভেম্বর : কারবি আংলং জেলার পৃথক দুই স্থান যথাক্রমে ডিলাই তিনআলি এবং লাহরিজানে পুলিশি অভিযানে প্রায় ১২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার। গ্ৰেফতার এক।

১৯ নভেম্বর : বিএসএফ এবং মিজোরামের আবগারি ও মাদকদ্রব্য বিভাগের যৌথ অভিযানে আইজলের কাছে ২৬ কোটি টাকার বেশি মূল্যের মেথামফেটামিন ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার। গ্রেফতার দুই মায়ানমারের নাগরিক।

২০ নভেম্বর : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকা‌ন্দি পু‌লি‌শের অভিযানে উদ্ধার প্রায় ১.২৫ কোটি টাকার নিষিদ্ধ গাঁজা।

২১ নভেম্বর : মিজোরামে ৪১.৬৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার। গ্ৰেফতার এক।

২১ নভেম্বর : শ্রীভূ‌মি জেলার (অসম) অন্তৰ্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়িতে পু‌লিশের অভিযানে প্রায় এক কোটি ৩০ লক্ষ টাকারনিষিদ্ধ গাঁজা বা‌জেয়াপ্ত।

২২ নভেম্বর : নিম্ন অসমের মানকাচর থানাধীন কালাপানি এলাকার নান্দিয়া গ্রামে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার এক।

২২ নভেম্বর : মিজোরামের আইজলে বিএসএফ এবং আবগারি ও নারকোটিক বিভাগের সমন্বিত অভিযানে প্রায় ৪,৭৯,৬৬,৫০০ টাকার নিষিদ্ধ মাদক মেথামফেটামিন ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার। গ্ৰেফতার মায়ানমারের দুই নাগরিক সহ চার।

২৭ নভেম্বর : মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তত নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার ১৩.৩৩ কোটি টাকার মাদক মেথামফেটামিন ট্যাবলেট। গ্রেফতার মায়ানমারের নাগরিক।

১৬ ডিসেম্বর : ত্রিপুরার কুমারঘাট রেলওয়ে স্টেশনে প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা গ্রেফতার।

১৫ ডিসেম্বর : অসমের কাছাড় জেলা সদর শিলচরের উপকণ্ঠ রংপুরে উদ্ধার প্রায় ২৬ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার দুই।

১৬ ডিসেম্বর : অসমের কাছাড় জেলার দুধপাতিলে পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ২.২০ কোটি টাকার হেরোইন। গ্রেফতার তিন।

৫ নভেম্বর : ডিমা হাসাও জেলা সদরে হাফলং উপ-কারাগার থেকে ফেরার উগ্ৰপন্থী সংগঠন ডিএনএলটি-র প্রাক্তন সক্রিয় ক্যাডার বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং ওরফে মাস্টার।

২২ ডিসেম্বর : অসমের পশ্চিম কারবি আংলঙে ভিজিআর এবং পিজিআর এলাকার সংরক্ষিত ভূমিতে উচ্ছেদের দাবির ভিত্তিতে সংগঠিত আন্দোলনের নামে ‘অ-উপজাতি’ নাগরিকদের বসতবাড়ি ও দোকানঘর এবং ‘কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য-এর বাসভবনে অগ্নিসংযোগ।

(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande