মূকাভিনয় নিয়ে আলোচনা ও মঞ্চে শিল্পীদের পরিবেশনা
কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.): প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে ইতিমধ্যেই অষ্টম গ্রাম কৃষ্টি উৎসবের সূচনা হয়েছে। এই নিয়ে তা ছয়দিন ধরেই চলছে। ছুটির দিনে রবিবারে বেশ ভিড় জমে। যথারীতি সব বয়সের মানুষের আনাগোনা অব্যাহত। এদিন সন্ধ্যায় প্রেস ক্লাবের আমন্ত্রণ
মূকাভিনয় নিয়ে প্রেস ক্লাবে আলোচনায় কমল নস্কর


কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.): প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে ইতিমধ্যেই অষ্টম গ্রাম কৃষ্টি উৎসবের সূচনা হয়েছে। এই নিয়ে তা ছয়দিন ধরেই চলছে। ছুটির দিনে রবিবারে বেশ ভিড় জমে। যথারীতি সব বয়সের মানুষের আনাগোনা অব্যাহত। এদিন সন্ধ্যায় প্রেস ক্লাবের আমন্ত্রণে এবং মডার্ন মাইম সেন্টার নিবেদিত ও কমল নস্কর মূকাভিনয় সম্পর্কে আলোচনার ফাঁকে ফাঁকে স্বল্প সময়ের ব্যবধানেই মূকাভিনয় করে দর্শকদের মোহিত করেন। শেষে তাঁর রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হয়েছে দুটি মূকাভিনয় প্রযোজনা। প্রথমটি - প্রজাপতি। প্রথমেই শিশু শিল্পী অন্বেষা দাসের প্রযোজনাটি সুন্দরভাবে মঞ্চস্থ হয়েছে। এরপর দ্বিতীয় দফায় - একটি গাছের আত্মকথা পরিবেশিত হয়েছে। ওই পর্বে মূকাভিনয়ে শিল্পী - পল্লবী দে দর্শকদের প্রতি গাছের প্রতি সজাগ থাকতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গ্রামীণ শিল্পের প্রদর্শনী ও লোক সংস্কৃতি উৎসব একযোগে পালন করে চলেছে। রাজ্য সরকারের তরফেও পূর্ণ মাত্রায় সর্বস্তরে সহযোগিতা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande