
কাটিহার, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল চলাচলে। এর জেরে রাজধানী এক্সপ্রেস, অবধ আসাম এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন নির্ধারিত সময়ের থেকে কয়েক ঘণ্টা দেরিতে বিহারের কাটিহার স্টেশনে পৌঁছয়।
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ১২৪২৪ নম্বর রাজধানী এক্সপ্রেস, ১৫৯১০ নম্বর অবধ আসাম এক্সপ্রেস এবং ১২৫০৬ নম্বর নর্থ ইস্ট এক্সপ্রেস প্রায় ছ’ঘণ্টা দেরিতে চলেছে। পাশাপাশি সাপ্তাহিক ১৫৬৫৪ নম্বর অমরনাথ এক্সপ্রেস প্রায় আট ঘণ্টা বিলম্বে পৌঁছয়। এদিন দিল্লিগামী অবধ আসাম এক্সপ্রেস ও নর্থ ইস্ট এক্সপ্রেস পূর্ব ঘোষণা অনুযায়ী বাতিল রাখা হয়।
কাটিহার স্টেশনে ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যায়। বিশেষ করে গৌহাটিগামী অবধ আসাম এক্সপ্রেসের প্ল্যাটফর্ম পরিবর্তন ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়। যাত্রীদের অভিযোগ, কুয়াশা ও দীর্ঘ বিলম্বের কারণে পরবর্তী সংযোগ ট্রেন ও জরুরি কাজ ব্যাহত হচ্ছে।
রবিবার এক রেল আধিকারিক জানান, যাত্রী সুরক্ষার স্বার্থে গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক হবে। যাত্রীদের যাত্রার আগে ১৩৯ নম্বর হেল্পলাইন ও সরকারি অ্যাপের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থা জেনে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য