
আগরতলা, ২৮ ডিসেম্বর (হি.স.) : ২৯ জানুয়ারি, ২০২৬ থেকে আগরতলায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। শিল্প ও বাণিজ্য দফতর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শনিবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বোর্ড অব ডিরেক্টর মিহির সরকার জানান, স্বচ্ছ ও সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় স্টল বুকিংয়ের জন্য চালু করা হয়েছে বিশেষ পোর্টাল— ticf.tripura.gov.in। আগামীকাল ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে স্টল বুকিং, যা চলবে ১৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে স্টল ভাড়া পরিশোধ করা যাবে।
স্টল বুকিং সংক্রান্ত সহায়তা ও প্রযুক্তিগত সমস্যার সমাধানে খেজুরবাগানস্থিত শিল্প নিগম ভবনে চালু থাকবে একটি হেল্পডেস্ক। ২৯ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে খোলা হেল্পডেস্কে যোগাযোগ করা যাবে ০৩৮১-২৯১০৩৯৯ নম্বরে। স্টল বরাদ্দ হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে।
সাংবাদিকদের জানানো হয়, এবারের মেলায় মোট ৩৯০টি স্টল রাখা হয়েছে। ইনডোর এক্সিবিশন হল ছাড়াও থাকবে ত্রিপুরা হাট, টেকনোলজি প্যাভিলিয়ন এবং ফুড কোর্টের অতিরিক্ত স্টল। অন্যান্য বছরের মত এ বছরও বাঁশজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র, পাট, শাড়ি, গয়না, আসবাবপত্র, অটোমোবাইল ও রাবার পণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদক, ব্যবসায়ী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দফতরর এবং বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস অংশগ্রহণ করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ