
চোপড়া, ৩ ডিসেম্বর (হি.স.): জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ ছিলই। বুধবার সেই বিতর্কিত জমিতে শৌচাগার তৈরিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া থানার মুলুকডাঙ্গি এলাকা। ঘটনায় উভয়পক্ষের ১০ জন জখম হয়েছেন। ৪ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। একাধিকবার সালিশি সভাও হয়। এদিন এক পক্ষ জমিতে শৌচাগার তৈরি করতে গেলে অন্যপক্ষ আপত্তি জানাতেই গণ্ডগোলের সূত্রপাত হয়। পরস্পরের মধ্যে হামলা-ভাঙচুর, ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ১০ জন জখম হন। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ| দমকলের ইঞ্জিন পৌঁছোনোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ