বালিয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী
বালিয়া, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বালিয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে বালিয়ার ফেফানা থানার অন্তর্গত আমদারি গ্রামে । ধৃতের নাম প্রতীক ভার্মা । পারিবারিক কলহের কারণে দশ বছর বয়সী এক নাবালককে হত্যা করে, এমনটাই
বালিয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী


বালিয়া, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বালিয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে বালিয়ার ফেফানা থানার অন্তর্গত আমদারি গ্রামে । ধৃতের নাম প্রতীক ভার্মা । পারিবারিক কলহের কারণে দশ বছর বয়সী এক নাবালককে হত্যা করে, এমনটাই অভিযোগ করে মৃতের পরিবারের সদস্যদের।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , মৃতের নাম শিবম ভার্মা । রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই নাবালক । সোমবার সকালে গ্রামের বাইরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার দেহ । এরপর পরিবারের সদস্যরা অভিযুক্ত প্রতীক ভার্মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । তাদের অভিযোগ , পারিবারিক বিবাদের জেরেই এই খুন করেছে প্রতীক ।

তাঁদের অভিযোগের উপর ভিত্তি করে , মঙ্গলবার রাতে আমদারির চেকপোস্টের কাছে এক ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয় । তাঁরা ওই ব্যক্তিকে থামার নির্দেশ দিলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের পাল্টা গুলিতে জখম হয় তার বাঁ পা। এরপর তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande