সীতাপুরে 'গুলিবিদ্ধ' অবস্থায় উদ্ধার এক যুবক
সীতাপুর, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সীতাপুরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এক যুবক । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাহোলি থানার অন্তর্গত এলাকার নাটপুরওয়া গ্রামের কাছে । আহতের নাম শিবু (২৪) । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এক স্থা
সীতাপুরে 'গুলিবিদ্ধ' অবস্থায় উদ্ধার এক যুবক


সীতাপুর, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সীতাপুরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এক যুবক । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাহোলি থানার অন্তর্গত এলাকার নাটপুরওয়া গ্রামের কাছে । আহতের নাম শিবু (২৪) ।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এক স্থানীয় গ্রামবাসী আহত অবস্থায় পড়ে থাকতে দেখে শিবুকে । তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে পৌঁছায় এবং আহত শিবুকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে ।

শিবুর বাম পায়ের ক্ষতচিহ্ন দেখে মনে করা হচ্ছে গুলির কারণেই এই ক্ষত তৈরি হয়েছে । প্রাথমিক তদন্তের পর পুলিশ একটি অডিও ক্লিপ পায় যেখানে আক্রান্ত শিবুর সঙ্গে এক যুবকের কথপোকথন এবং গুলি চালানোর শব্দ পাওয়া যায় । অভিযুক্ত যুবকের নাম উপেন্দ্র । এছাড়াও পুলিশের হাতে এসেছে তাদের ফোনে কথপোকথনের যাবতীয় তথ্য । তার ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande