মেলাঘর বাজারে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান
মেলাঘর (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘর বাজারে নিত্যদিনের যানজট ও ফুটপাত দখলের সমস্যা নিরসনে বুধবার বিশেষ অভিযান পরিচালনা করল মেলাঘর পুর পরিষদ। প্রতিদিন বাজারে প্রবেশ করলেই দীর্ঘ যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বাইপাস
ত্রিপুরা সরকার


মেলাঘর (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘর বাজারে নিত্যদিনের যানজট ও ফুটপাত দখলের সমস্যা নিরসনে বুধবার বিশেষ অভিযান পরিচালনা করল মেলাঘর পুর পরিষদ। প্রতিদিন বাজারে প্রবেশ করলেই দীর্ঘ যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বাইপাস রাস্তার অভাব, ফুটপাত দখল করে বসা অস্থায়ী দোকান, অটো-টমটমের অনিয়ন্ত্রিত পার্কিং এবং যানবাহনের এলোমেলো দাঁড়ানো—এই সব মিলিয়েই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যদিও অতীতে একাধিকবার অভিযান চালানো হয়েছে, তবুও সমস্যার তেমন সমাধান হয়নি। সেই সমস্যার সমাধানেই এদিন নতুন উদ্যোগে নেমেছে পুর পরিষদ।

এদিনের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন—মেলাঘর পুর পরিষদের সিইও অনিমেষ দেবনাথ, মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা

পুর পরিষদের উদ্যোগে বাজারজুড়ে মিছিল করে ব্যবসায়ী ও পথচারীদের সতর্কবার্তা দেওয়া হয়। ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়।

সিইও অনিমেষ দেবনাথ জানান, “আজ শুধুমাত্র সতর্ক করা হল। এখনই যদি ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত পার্কিং বন্ধ না হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এই অভিযানের পর সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে আশা জাগছে যে, এবার হয়ত বহু প্রতীক্ষিত মেলাঘর বাজার তার আগের মত স্বচ্ছন্দ, চলাচলযোগ্য রূপে ফিরতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande