
লখনউ, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ - এ উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। মৃতার নাম নীলমা শ্রীবাস্তব (৭৪) । তিনি যশোদপুরম সেক্টর ১-এর বাসিন্দা।
বুধবার এক পুলিশ আধিকারিক জানান, স্থানীয় বাসিন্দারা এদিন সকালে ওই বৃদ্ধার বাড়ির দরজা খোলা দেখে । সেখানে পৌঁছতেই তারা বৃদ্ধার মৃতদেহ মেঝেতে পরে থাকতে দেখে । এই ঘটনার পর তারা পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করে পুলিশ । স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর জানা যায় , বৃদ্ধা নীলমা অসুস্থ ছিলেন দীর্ঘদিন । তিনি বাড়িতে একাই থাকতেন । বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গভীর রাতে এক ব্যক্তিকে বৃদ্ধার বাড়িতে ঢুকতে দেখা যায়। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক