
কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন যে -
ক্ষুদিরাম বসুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনেক কিছু করেছি – এটা আমাদের গর্ব।
ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে।
এছাড়া মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম – অনেক কিছুই হয়েছে। মুক্তমঞ্চ হয়েছে। দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ। ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্ক নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। পুরো এলাকাটাকে আলো দিয়ে সাজানোও হয়েছে।
আত্মত্যাগের প্রতীক এই বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও আমরা ওনার নামে রেখেছি। তাঁর জন্য বিখ্যাত গান 'একবার বিদায় দে মা, ঘুরে আসি' আজও আমাদের আত্মবলিদান ও শহিদ তর্পণে প্রেরণা দেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত