
ময়নাগুড়ি, ৩ ডিসেম্বর (হি.স.): ময়নাগুড়িতে অগ্নিকাণ্ডের জেরে বাজারের দু’টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আমগুড়ি বাজারের স্থানীয় মিষ্টির দোকান থেকে প্রথমে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। কিন্তু দমকলকর্মীরা আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময়ই মিষ্টির দোকানে থাকা দু’টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তবে দমকলকর্মীদের তৎপরতায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি।
ময়নাগুড়ি দমকলকেন্দ্রের আধিকারিক জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে এলাকা পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ