জলপাইগুড়ির ময়নাগুড়িতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত দু'টি দোকান ঘর
জলপাইগুড়ি, ৩ ডিসেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দুটো দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। বুধবার ভোর রাতে আনুমানিক তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার কার‍ণ সুস্পষ্ট ভাবে জানা যায়নি। খবর পেয়ে
জলপাইগুড়ির ময়নাগুড়িতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত দু'টি দোকান ঘর


জলপাইগুড়ি, ৩ ডিসেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দুটো দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। বুধবার ভোর রাতে আনুমানিক তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার কার‍ণ সুস্পষ্ট ভাবে জানা যায়নি। খবর পেয়ে ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকায় এ দিন ভোররাতে আগুন লাগে। কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে ৩টে-৪টে মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণ না করা গেলে গোটা বাজারে আগুন ছড়িয়ে যেত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande