নাবালিকা ও মাকে গাছে বেঁধে চুল কাটার অভিযোগ
বনগাঁ, ৩ ডিসেম্বর (হি.স.): মা ও নাবালিকা মেয়েকে দড়ি দিয়ে আমগাছে বেঁধে মারধর ও মায়ের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মহিলার
নাবালিকা ও মাকে গাছে বেঁধে চুল কাটার অভিযোগ


বনগাঁ, ৩ ডিসেম্বর (হি.স.): মা ও নাবালিকা মেয়েকে দড়ি দিয়ে আমগাছে বেঁধে মারধর ও মায়ের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মহিলার দাবি, কয়েকদিন আগে তাঁর নাবালিকা মেয়ের যৌন হেনস্থা করে কয়েকজন। তিনি থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানান। সেই আক্রোশ থেকেই এ দিনের হামলা বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার চাঁদপাড়া ফুলসড়া এলাকা বাসিন্দা এক নাবালিকা প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে। নাবালিকার মা থানায় জানান, প্রতিবেশী যুবকরা নাবালিকার কাছে মদ খাওয়ার টাকা চান। সে তা না দেওয়ায় অশ্লীল আচরণ ও নাবালিকার গলার সোনা চেন ছিনিয়ে পালিয়ে যান যুবকরা। থানায় অভিযোগ জানায় নাবালিকার মা। গ্রেফতার করা হয় যুবকদের। পরে আদালত থেকে জামিন পান তাঁরা। অভিযোগ, তারপর থেকে নাবালিকার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। বাড়িতে টিকতে দেওয়া হবে না বলেও হুমকি আসে। এই আবহে বুধবার অভিযুক্ত যুবকদের আত্মীয় ও প্রতিবেশীরা নাবালিকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। মহিলার দাবি, দরজা ভেঙে তাঁদের ঘর থেকে বার করে মোটা দড়ি দিয়ে আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তারপর নাবালিকার মায়ের চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande